জোড়া গোল-অ্যাসিস্টের রাতে যত রেকর্ড গড়লেন সালাহ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ৬-৩ গোলের বিশাল জয় পেয়েছে লিভারপুল। জোড়া গোল দিয়ে জয়ের অন্যতম নায়ক দলটির মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দারুণ কাটানো এমন রাতে বেশ কিছু রেকর্ডও গড়ে ফেলেছেন সালাহ।
গতকালের জোড়া গোলসহ বড়দিনের বন্ধের আগে ১৫ গোলের মালিক হয়ে গেলেন সালাহ। এর মাধ্যমে গোল্ডেন বুটের লড়াইয়ে ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হল্যান্ডকে ২ গোল পেছনে ফেললেন তিনি। শেষ ১২ ম্যাচে মাত্র ৩ গোল পেয়েছেন হল্যান্ড। বিপরীতে শেষ ১২ ম্যাচ থেকে ১২টি গোল আদায় করে নিয়েছেন সালাহ। চলতি মৌসুমে যদি সালাহ শীর্ষ গোলদাতা হিসেবে প্রিমিয়ার লিগ শেষ করতে পারেন, তাহলে টুর্নামেন্টটির ইতিহাসে থিয়েরি হেনরির পর শুধু তিনিই হবে চারবার গোল্ডেন বুট জেতা ফুটবলার।
লিভারপুলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা
লিভারপুল ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চারে উঠে এলেন সালাহ। বর্তমানে ২২৯ গোল (৩৭৩ ম্যাচে) তার। গতকালের ম্যাচের পর তিনি পেছনে ফেলেছেন সাবেক স্কটিশ ফুটবলার বিলি লিডেলকে। ৫৩৪ ম্যাচ থেকে ২২৮ গোল করেছিলেন তিনি। লিভারপুলের হয়ে ৬৬০ ম্যাচে সর্বোচ্চ ৩৪৬ গোল দিয়েছেন ইয়ান রুশ।
প্রিমিয়ার লিগে দশম সর্বোচ্চ অ্যাসিস্ট
গতকাল রাতে জোড়া গোলের পাশাপাশি দুইটি গোল করতেও সহায়তা করেন সালাহ। এর মাধ্যমে অলরেডদের হয়ে ৮০টি অ্যাসিস্ট পূর্ণ করার রেকর্ড গড়লেন তিনি। এর মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে দশম সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ডে নাম ওঠালেন সালাহ। ৮০টি অ্যাসিস্ট আছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডেভিড বেকহ্যামেরও। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৬২টি অ্যাসিস্ট রায়ান গিগসের। তার পরেই আছেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনা (১১৪টি)।
*এছাড়াও সালাহই ইতিহাসে প্রথম ফুটবলার যিনি বড় দিনের বন্ধের আগেই দুই অঙ্কের গোল ও অ্যাসিস্টে পৌঁছেছেন। এছাড়া ১৯৯২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ নামে টুর্নামেন্টটি শুরুর পর থেকে টানা চার মৌসুমে দশটির বেশি গোল ও অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলার সালাহ। সবমিলিয়ে ষষ্ঠবারের মতো (সর্বোচ্চ) দশটির বেশি গোল ও অ্যাসিস্ট করলেন তিনি। ছাড়িয়ে গেলেন ওয়েইন রুনিকে।
*প্রিমিয়ার লিগে সালাহর বর্তমান গোল ১৭২টি। আর্সেনাল কিংবদন্তি থিয়েরি হেনরির থেকে মাত্র ৩ গোল পিছিয়ে তিনি। চলতি মৌসুমেই হেনরি (১৭৫), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (১৭৭), সের্হিয়ো আগুয়েরো (১৮৪) ও আন্দ্রে কোলকে (১৮৭) পেছনে ফেলে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চারে ওঠার সুযোগ আছে সালাহর সামনে।