৯ গোলের ম্যাচে হাসল লিভারপুল
নিজেদের মাঠে একে একে ৬টি গোল হজম করল অ্যাঞ্জে পোস্তেকোগলুর টটেনহ্যাম। গোলগুলো দিয়েছেন এই মৌসুমেই লিভারপুলের দায়িত্ব নেওয়া আর্নে স্লটের শিষ্যরা। ৩ গোল ফিরিয়ে দিয়েছে টটেনহ্যামও। তবে তাতে জয়ের কাছাকাছিও যেতে পারেনি লন্ডনের এই ক্লাবটি।
দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল লিভারপুল। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে অলরেডরা। অন্যদিকে, গতকাল রাতে এভারটনের বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়ানো চেলসি ৩৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। তার ওপর একটি ম্যাচ বেশি খেলেছে তারা।
লিভারপুলের হয়ে এদিন শুরুতেই গোল আদায় করেন লুইস দিয়াস। ২৩তম মিনিটে দিয়াসের গোলের পর ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান আর্জেন্টনাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পাঁচ মিনিট পরই গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টটেনহ্যাম। দূর পাল্লার শটে গোলবার খুঁজে নেন টটেনহ্যামের জেমস ম্যাডিসন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাই গোল দিলে হতাশ হয়ে পড়ে টটেনহ্যাম।
বিরতির পর টটেনহ্যামকে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে দেন মোহাম্মদ সালাহ। ৫৪তম ও ৬১তম মিনিটে দুইটি গোল আদায় করে নেন এই মিশরীয় ফরোয়ার্ড। শেষের দিকে দুইটি গোল শোধ দিয়ে ম্যাচকে প্রাণবন্ত করে তোলে টটেনহ্যাম। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটের ডমিনিক সোলাঙ্কি লিভারপুলের জালে বল জড়ান। তবে ৮৫তম মিনিটে লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস গোল দিয়ে বড় ব্যবধানেই জয় নিশ্চিত করেন।