ঘরের মাঠে উড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড
ক্রমাগত বাজে পারফরম্যান্সের জেরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল ডাচ কোচ এরিক টেন হাগকে। তার জায়গায় এসেছেন রুবেন আমোরিম। তবে কোচ বদল করলেও ভাগ্য বদল হয়নি দলটির। মাঝে মাঝে জয় পেলেও হারের পাল্লাই বেশি ভারী দলটির।
গতকাল রবিবার রাতে সবশেষ বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে গোলে উড়ে গেল দলটি। তাও আবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। ম্যাচে অবশ্য সবদিক দিয়েই এগিয়ে ছিল ইউনাইটেড। বল দখল ও শট নেওয়ায় বোর্নমাউথ ছিল অনেক পেছনে। তবে ফুটবলের আসল কাজ গোলটিই আদায় করতে পারেননি আমোরিমের শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের অন্যতম চমক বোর্নমাউথের হয়ে ম্যাচের প্রথমার্ধেই গোল করেন দেজান হুসেইন। পরের অর্ধে দুই গোল করেন জাস্টিন ক্লুইভার্ট ও আন্তোনে সেমেনয়ু। এর আগেও রেড ডেভিল শিবিরে এসে একই ব্যবধানে জয় পেয়েছিল ক্লাবটি।
অন্যদিকে, দিনের আরেক ম্যাচে চেলসির সঙ্গে ড্র করে ফেলেছে এভারটন। অনেক চেষ্টার পরও স্বাগতিক এভারটনের গোলমুখ খুলতে পারেনি সফরকারী চেলসি।
আজকের হারের পর ১৭ ম্যাচ শেষে ৬ জয় ৪ ড্র ও ৭ হারে ২২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে প্রিমিয়ার লিগের ১৩ নম্বরে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ উঠে এসেছে পাঁচে। অন্যদিকে ড্র করা চেলসি ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। সবার ওপরে লিভারপুল।