সেভিয়াকে বিধ্বস্ত করে বার্সাকে পেছনে ফেলল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪
শেয়ার :
সেভিয়াকে বিধ্বস্ত করে বার্সাকে পেছনে ফেলল রিয়াল

মৌসুমের শুরুর দিকে উড়ছিল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। তবে দুঃসময় আসতেও বেশি দেরি হয়নি দলটির। অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গিয়েছিল দলটি। এবার ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে বার্সেলোনাকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উল্টো এক ম্যাচ বেশি খেলেছে বার্সা। 

সেভিয়াকে রিয়াল বিধ্বস্ত করেছে ৪-২ গোলে। রিয়ালের হয়ে এদিন গোল পেয়েছেন চার আলাদা ফুটবলার। তারা হলেন- কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ, রদ্রিগো ও ফেদেরিকো ভালভের্দে। গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান এমবাপ্পের। 

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে গোলমুখ খোলেন এমবাপ্পেই। ম্যাচের দশম মিনিটে বক্সে রদ্রিগোর পাস পান ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে গোল করতে ভুল করেননি এই তারকা। রিয়ালের জার্সিতে সবমিলিয়ে এমবাপ্পের এটি ১৪তম গোল। 

রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি আসে ভালভের্দের থেকে। ২০ মিনিটের মাথায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ডিফেন্সচেরা শটে জাল খুঁজে নেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। ৩৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল দেন রদ্রিগো। লুকাস ভাসকেজের ক্রসে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। 

---দুর্দান্ত গোল করেছেন ভালভের্দে। ছবি: সংগৃহীত

প্রথম গোল শোধ দিতে দেরি করেনি সেভিয়া। রদ্রিগোর গোলের পরের মিনিটেই সফরকারীদের হয়ে গোল দেন ইসাক রোমেরো। তবে প্রথমার্ধের পরপরই ব্যবধান আরও বাড়িয়ে নেয় কার্লো আনচেলত্তির দর। ৫৩তম মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল আদায় করেন লুইস দিয়াজ। ৮৫ মিনিটে সেভিয়ার দোদি লুবেবাকলোর গোল শুধুই ব্যবধান কমিয়েছে। 

লা লিগার টেবিলে দুইয়ে থাকা রিয়ালের ঝুলিতে এখন ৪০ পয়েন্ট। ১৮ ম্যাচে ১২ জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোর। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।