সূচিই ঘোষণা হয়নি চ্যাম্পিয়নস ট্রফির, স্কোয়াড জানিয়ে দিল ইংল্যান্ড

​ স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫
শেয়ার :
সূচিই ঘোষণা হয়নি চ্যাম্পিয়নস ট্রফির, স্কোয়াড জানিয়ে দিল ইংল্যান্ড

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এখনো টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করা হয়নি। অর্থাৎ, টুর্নামেন্টের বাকি এখনো দুই মাস। অথচ দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর পাশাপাশি আসন্ন ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলও প্রকাশ করেছে তারা। 

ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার জো রুট। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই সংস্করণে দেখা গেছে তাকে। ৩৩ বছর বয়সী রুট ইংল্যান্ডের হয়ে খেলেছৈন ১৭১টি ওয়ানডে। এই সংস্করণে ৪৭.৬০ গড়ে ৬ হাজার ৫২২ রান করেছেন তিনি। ১৬টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩৯টি হাফ সেঞ্চুরিও। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় স্কোয়াডে নেই বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে চোট পান এই অলরাউন্ডার। 

ভারত সফর এবং আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট , সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড। 

ভারত সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড। 

সফরের সময়সূচি: 

১ম টি-টোয়েন্টি: ২২ জানুয়ারি; ইডেন গার্ডেন্স, কলকাতা

২য় টি-টোয়েন্টি: ২৫ জানুয়ারি; এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

৩য় টি-টোয়েন্টি: ২৮ জানুয়ারি; নিরঞ্জন শাহ স্টেডিয়াম, রাজকোট

৪র্থ টি-টোয়েন্টি: ৩১ জানুয়ারি; এমসিএ স্টেডিয়াম, পুনে

৫ম টি-টোয়েন্টি: ২ ফেব্রুয়ারি; ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই

১ম ওডিআই: ৬ ফেব্রুয়ারি; ভিসিএ স্টেডিয়াম, নাগপুর

২য় ওডিআই: ৯ ফেব্রুয়ারি; বারাবতী স্টেডিয়াম, কটক

৩য় ওডিআই: ১২ ফেব্রুয়ারি; নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

*চ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনো প্রকাশ করা হয়নি