‘কতবার বিয়ে করবো আমি?’

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১৬:১০
শেয়ার :
‘কতবার বিয়ে করবো আমি?’

২০১৫ সালে ছোটবেলার বান্ধবী সানা আহমেদকে বিয়ে করেন পাকিস্তানের জাতীয় দলে খেলা ওপেনার আহমেদ শেহজাদ। বর্তমানে দুই সন্তানের বাবা তিনি। সম্প্রতি পাকিস্তানের ইউটিউবার নাদির আলি শেহজাদের দাম্পত্য জীবন কেমন চলছে জানতে চাওয়ার পাশাপাশি আবারও বিয়ে করার ইচ্ছে আছে কি না, এমন প্রশ্নও করে বসেন। 

বিব্রতকর এমন প্রশ্নের জবাব ঠান্ডা মাথায়ই দিয়েছেন ২০১৯ সালে পাকিস্তান ক্রিকেট দলের হয় সবশেষ খেলা শেহজাদ। জানিয়ে দিয়েছেন, নিজ ধর্ম ইসলামে চারবার বিয়ের অনুমতি থাকলেও দাম্পত্য জীবনে তিনি খুব খুশি এবং অন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই। তথ্য এনডিটিভির।

শেহজাদের ভাষায়, ‘কতবার বিয়ে করবো আমি? আমি এখন বিবাহিত। আমি আর বিয়ে করবো না। আমি একবারই বিয়ে করেছি। আমি একজন স্ত্রী নিয়ে আসলেই খুশি। তার সঙ্গে আমার সন্তান আছে। আমার অতিরিক্ত কোনো স্ত্রীর প্রয়োজন নেই। আমি জানি, চারবার বিয়ে করলে সমস্যা নেই কিন্তু একজন স্ত্রী নিয়ে আমি সুখী। আর কোনো প্রয়োজন নেই।’

এই ব্যাপারে আরও মতামত প্রকাশ করেন শেহজাদ, ‘যদি আপনার জীবনসঙ্গী ভালো হয় তাহলে তাকে আপনার মূল্য দিতে হবে। ফ্যাশন দেখানোর জন্য বা অনুমতি আছে তাই এমন কিছু করা উচিত নয় যাতে তার হৃদয় ভেঙে যায়। হ্যাঁ, আপনি যদি মনে করেন, আপনি ভুল পথে যাচ্ছেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় বিয়ে করতে হবে আপনার।’

২০১৯ সালে টি-টোয়েন্টিতে সবশেষ পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন শেহজাদ। ওয়ানডে ও টেস্ট সংস্করণে সবশেষ খেলেছেন তারও ২ বছর আগে। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে বর্তমানে পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতে দেখা যায়। 

দৈনিক আমাদের সময় খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন