গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় মুখ খুললেন উথাপ্পা

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৭
শেয়ার :
গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় মুখ খুললেন উথাপ্পা

ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত। উথাপ্পার দ্বারা পরিচালিত একটি পোশাক কারখানার কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে প্রায় ২৪ লাখ রুপি বকেয়া পরিশোধ করতে হবে। নইলে তাকে গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে।

এবার এ বিষয়ে মুখ খুললেন উথাপ্পা। তার দাবি, এই দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। কারণ, যে সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি সেই সংস্থার সঙ্গে আর যুক্ত নন।

আত্মপক্ষ সমর্থনে উথাপ্পা জানিয়েছেন, তিনি ওই সংস্থার সঙ্গে আগে যুক্ত ছিলেন। কিন্তু অনেক বছর আগে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। উথাপ্পা বলেন, ‘২০১৮-১৯ সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। কারণ, আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। ডিরেক্টর হলেও আমি সরাসরি ভাবে কোনও দিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না। কারণ, পেশাদার ক্রিকেটার, টেলিভিশনে কাজ ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার সময় ছিল না। আমি আরও অনেক সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথায় আমি কোনও ভূমিকা পালন করিনি।’

উথাপ্পা জানিয়েছেন, তিনি ওই সংস্থায় যে আর্থিক বিনিয়োগ করেছিলেন, তা ফেরত পাননি। সেই কারণে তিনি নিজেই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছিলেন। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি যে টাকা ওই সংস্থায় দিয়েছিলাম তা ফেরত পাইনি। ফলে আমি নিজেই ওদের বিরুদ্ধ আইনি পদক্ষেপ করেছিলাম। সেই মামলা এখন বিচারাধীন। বহু বছর আগে আমি ডিরেক্টরের পদ থেকে পদত্যাগও করেছি।’

উথাপ্পা বেঙ্গালুরু-ভিত্তিক সেন্টোরাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের পরিচালক। তার বিরুদ্ধে অভিযোগ সংস্থাটি প্রায় ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ রুপি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়েছে। এই টাকা ভারতের সাবেক এই ক্রিকেটারের থেকে আদায় করা হবে। মূলত, ৩৯ বছর বয়সী সাবেক এই ব্যাটারের বিরুদ্ধে অভিযোগ, কারখানার কর্মচারীদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল কেটে নেওয়া হলেও সেটি অ্যাকাউন্টে জমা করা হয়নি।

ভারতের হয়ে উথাপ্পা ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৪৬টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ৬টি হাফ সেঞ্চুরিসহ ৯৩৬ রান করেছেন তিনি। এছাড়া ১৩ টি-টোয়েন্টিতে তার রান ২৪৯। যদিও তার রানগড় খুব একটা ভালো নয়। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে জিতেছেন শিরোপাও।