আবারও হারল ম্যানসিটি
ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছে না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আজ শনিবার রাতে অ্যাস্টন ভিলার কাছে ২-১ ব্যবধানে হারল পেপ গার্দিওলার দল। এই নিয়ে সবশেষ ১২ ম্যাচের নয়টিতেই হারল সিটিজেনরা। আর প্রিমিয়ার লিগে সবশেষ ৮ ম্যাচে এটি ষষ্ঠ হার।
অ্যাস্টন ভিলার কাছে হেরে সিটির শিরোপা ধরে রাখার ক্ষীণ সম্ভাবনা আরও ক্ষীণ হলো। ১৭ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ৬ হারে সিটির পয়েন্ট ২৭। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে তারা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়নদের থেকে ২ ম্যাচ কম খেলেও ৯ পয়েন্টে এগিয়ে আছে শীর্ষে থাকা লিভারপুল।
আজ ম্যাচের প্রথমার্ধেই কক্ষচ্যুত হয় সিটি। ১৬ মিনিটে জন দুরানের গোলে স্তব্ধ হয় আকাশি জার্সিধারীরা। ইউরি টিলেমানস দুর্দান্ত এক পাস দিয়েছিলেন মরগান রজার্সকে। তিনি দুরানকে বল বাড়িয়ে দিয়ে জালে জড়াতো কোনো ভুল করেননি এই কলম্বিয়ান ফরোয়ার্ড। বিরতির আগে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও সিটির ওপর ছড়ি ঘোরাতে থাকে অ্যাস্টন ভিলা। ৬৫ মিনিটের মাথায় জন ম্যাকগিনের পাসে গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে নেন রজার্স। এর আগেও একটি গোল হলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। যোগ করা সময়ে ফিল ফোডেন গোল দিলে শুধু জয়ের ব্যবধানই কমে।