গজনফরের স্পিনে বিপর্যস্ত হয়ে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ২১:১৮
শেয়ার :
গজনফরের স্পিনে বিপর্যস্ত হয়ে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

নিজেদের মাঠে খেলা। তবুও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয়েছে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে কিছুক্ষণ খেলা চলার পর ভেসে গেছে বৃষ্টিতে। পরের দুই ম্যাচের একটিতে ৫৪ ও আরেকটিতে ১২৭ রানে অলআউট হয় দলটি। দুটিতেই সফরকারীদের কাছে উড়ে গেছে রোডেশিয়ানরা। আজ তৃতীয় ম্যাচে মোহাম্মদ গজনফরের স্পিনে খাবি খাওয়া দলটি হেরেছে ৮ উইকেটে। 

হারারেতে প্রথমে ব্যাট করে ৩০ ওভার ১ বলেই ১২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। একাই ৫ উইকেট শিকার করেন তরুণ স্পিনার গজনফর। জবাব দিতে নেমে ১৩৯ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।

জিম্বাবুয়েকে অল্প রানে গুটিয়ে দেওয়ার নায়ক গজনফর ১০ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ১০টি ওয়ানডে খেলে এরই মধ্যে দুইবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে উজ্জ্বল তারকা লেগ স্পিনার রশিদ খানও। 

জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে একাই লড়াই করেছেন শন উইলিয়ামস। ৩ ছক্কা ও ৬ চারে গড়া ৬০ রানের ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। স্বাগতিকদের হয়ে এছাড়া ১৫ রানও করতে পারেননি কেউ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল ২টি ছক্কা ও ৪টি চারে ৫২ রান করেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই তরুণ জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। 

আব্দুল মালিককে নিয়ে উদ্বোধন করতে নেমে ৮৪ রানের জুটি গড়েন আতাল। তবে ১২ রানের মধ্যে এই দুজন বিদায় নেন। তবে জয়ের পথে আর কোনো বিপদ ঘটতে দেননি রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি। রহমত ১৭ ও শাহিদি ২০ রানে অপরাজিত থাকেন।