যুব এশিয়া কাপজয়ীদের কত টাকা দেওয়া হবে, জানাল বিসিবি
সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুর্দান্ত এই সাফল্যের জন্য আগেই পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার টাইগার যুবাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এশিয়া কাপ জিতে পরদিন দেশে ফিরেছিল বাংলাদেশ যুবা দল। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় এসে পৌঁছানোর পর দলটিকে সংবর্ধনা দিয়েছিলেন বিসিবির পরিচালকরা। সে সময়ই শোনা গিয়েছিল তাদেরকে বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে অর্থ পুরস্কার। অবশেষে এল সেই মুহূর্ত।
আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিটিং শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। সেখানে তিনি জানান, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে দেবে বিসিবি।
এর আগে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ (পঞ্চাশ) লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ১৯৮ রানে। জবাবে বাংলাদেশি বোলারদের তাণ্ডবে ৩৫.২ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারতীয় যুবারা। শিরোপার উচ্ছ্বাসে মাতে লাল-সবুজ জার্সিধারীরা।