সোহানের ফিফটিতে ফাইনালের আশা বাঁচল খুলনার
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে এলিমিনেটরের বাধা পার করলো খুলনা বিভাগ। চট্টগ্রাম বিভাগকে ৭ রানে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে নুরুল হাসান সোহানের দল। আজ বিকেলে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের মধ্যে চলমান প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যারা হারবে তাদের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে খুলনা। সেখানে জয়ী দল উঠবে ফাইনালে।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৪৭ রানের লক্ষ্য দেয় খুলনা। দলের হয়ে ফিফটি করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৩৯ রানে থামে চট্টগ্রাম। ৭ রানের হারে টুর্নামেন্টের প্রথম আসরে চতুর্থ হয়ে বিদায় নিল দলটি।
১৪৭ রান তাড়ায় চট্টগ্রামের হয়ে লড়াই করেন কেবল ইয়াসির আলী ও নাঈম হাসান। তবে ইয়াসির ৩৭ রান করে আউট হলে জয়ের কক্ষপথ থেকে ছিটকে পড়ে চট্টগ্রাম। নাঈমের ৩৪ রানে খুলনার সঙ্গে পরাজয়ের ব্যবধান কমে চট্টগ্রামের। খুলনার হয়ে দুর্দান্ত বল করেন পেসার মেহেদী হাসান রানা। ৪ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট তুলে নেন তিনি। আটসাঁট বোলিংয়ে ২ উইকেট নেন মাসুম খানও।
এর আগে খুলনাকে ১৪৬ রানের লড়াই করার মতো পুঁজি এনে দেন নুরুল হাসান সোহান। ৫২ রান আসে খুলনার এই অধিনায়কের ব্যাট থেকে। এছাড়া আজিজুল হক তামিম (২০), মোহাম্মদ মিঠুন (১৬) এবং ইমরুল কায়েসও (১৭) দলের হয়ে অবদান রাখেন। চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বল করেন আহমেদ শরিফ। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে তার শিকার ৪ উইকেট।