অশ্বিনের বিদায় নিয়ে অভিমানী জাদেজা যা বললেন

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৫
শেয়ার :
অশ্বিনের বিদায় নিয়ে অভিমানী জাদেজা যা বললেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্ট শেষেই আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এমন ঘোষণায় অন্য সবার মতো বিস্মিত হয়েছেন অশ্বিনের দীর্ঘদিনের বোলিং সঙ্গী রবীন্দ্র জাজেদা। দীর্ঘদিন জুটি বেধে প্রতিপক্ষকে ধ্বংস করলেও অশ্বিনের বিদায়ের খবর একেবারে শেষ মুহূর্তে পান এই স্পিনার। 

আজ শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের জাদেজা বলেন, ‘ সংবাদ সম্মেলনের (অশ্বিনের অবসর ঘোষণার) মাত্র ৫ মিনিট আগে আমি অবসরের ঘটনাটি জানতে পারি। এক সময় আমরা সারাদিন এক সঙ্গে কাটাতাম আর তিনি আমাকে একটুও ইঙ্গিত দেননি। আমি শেষ মুহূর্তে তাই জানতে পেরেছি। আমরা জানি অশ্বিনের মন কীভাবে কাজ করে।’

জাদেজা এবং অশ্বিন টেস্টে সবচেয়ে শক্তিশালী বোলিং জুটি গড়েছিলেন। এই জুটি একসঙ্গে ৫৮টি টেস্ট খেলে তাদের মধ্যে প্রতিপক্ষের ৫৮৭টি উইকেট নিয়েছেন। তারা ছাড়িয়ে গেছেন অনিল কুম্বলে এবং হরভজন সিং (৫০১ উইকেট)-এর জুটিকে।

অশ্বিনের সঙ্গে জাদেজার দারুণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মিল ছিল জাদেজার। অশ্বিনকে নিজের মাঠের মেন্টর বলেও উল্লেখ করেন জাড্ডু। এই বাঁহাতি স্পিনার মনে করেন, অশ্বিনের অবসরের পর তরুণদের উচিত ৫৩৭ টেস্ট উইকেট নেওয়ার চেষ্টা করা। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অনেক সময় দলকে উদ্ধার করেছেন জাদেজা-অশ্বিন। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও দেখা গেছে সেটা।

জাদেজার ভাষ্য, ‘তিনি আমার মাঠের মেন্টরের মতো। আমরা এত বছর ধরে একসঙ্গে খেলছি। আমরা মাঠে একে অপরকে ম্যাচের পরিস্থিতি, ব্যাটাররা কী করার চেষ্টা করছে সে বিষয়ে বার্তা দিয়েছি।’

মাঠে অশ্বিনকে মিস করবেন জানিয়ে জাদেজা বলেন, ‘আমি এই সব (অশ্বিনের সঙ্গে আলাপন) মিস করব। আমরা আশা করি, অশ্বিনের চেয়ে ভালো অলরাউন্ডার এবং বোলার পাব। এটা এমন নয় যে কেউ একজন খেলোয়াড়ের জায়গা পূরণ করতে পারবে না। সবাই চলে যায়, কিন্তু আপনি বিকল্পও পেয়ে যাবেন। আমাদের এগিয়ে যেতে হবে।’