বিডিআর বিদ্রোহ মামলায় শেখ হাসিনার নাম প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র
২০০৯ সালে সংঘটিত বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক বেদান্ত প্যাটেলকে উদ্দেশ্য করে বলেন, ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে নিহত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত ৫৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। তাদের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। পরিবারগুলোর পক্ষে অ্যাডভোকেট উদয় তাসমীর এই অভিযোগটি আজ (গতকাল) সকালে দায়ের করেছেন। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি?
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমি এই সর্বশেষ খবরটি দেখিনি। তবে আমি আমার টিমের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার