রানআউটের ভুল বোঝাবুঝি, ড্রেসিংরুমে গিয়ে যা করেছিলেন জাকের

​ স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩
শেয়ার :
রানআউটের ভুল বোঝাবুঝি, ড্রেসিংরুমে গিয়ে যা করেছিলেন জাকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪১ বলে ৭২ রানের খুনে ইনিংস খেলে বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় নায়ক জাকের আলী। তবে জাকেরের এই ইনিংস এসেছে চরম নাটকীয়তার পর। আজ নিজেকে রান আউট ভেবে একবার তো ড্রেসিংরুমেই চলে গিয়েছিলেন এই ব্যাটার। 

ইনিংসের ১৫তম ওভারের ঘটনা সেটি। রোস্টন চেজের করা ওভারের তৃতীয় বল স্কয়ার লেগের দিকে পাঠিয়ে সিঙ্গেল নেওয়ার পর জাকের ডাবল নিতে চান। জাকেরের ডাকে শামীম হোসেন পাটোয়ারি প্রথমে সম্মতি দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে স্ট্রাইক প্রান্তে থেকে যান। অন্যদিকে, এক রান পূর্ণ করে দুই রানের জন্য আবারও স্ট্রাইক প্রান্তে পৌঁছে যান জাকের। নিজেকে আউট ভেবে রাগে ফুসতে ফুসতে ড্রেসিংরুমে চলে যান তিনি। 

খালি চোখে প্রথমে দেখে মনে হয়েছে জাকেরই আউট হয়েছেন। তবে পরে রিপ্লেতে দেখা যায় শামিম আউট। আম্পায়ার ডেকে পাঠানোর পর আবার জাকের ব্যাটিং চালিয়ে যান। এরপরই খেলেন ম্যাচ জেতানো ইনিংস। 

ড্রেসিংরুমে গিয়ে কী করেছিলেন, ম্যাচশেষে সেটি জানালেন জাকের, ‘আসলে ব্যাপারটা জগাখিচুড়ি পাকিয়ে গিয়েছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি নিজেকে, আমার ব্যাট ও চারপাশে সবকিছুতে লাথি মারছিলাম। হঠাৎ তৃতীয় আম্পায়ার (মূলত চতুর্থ আম্পায়ার) ডাকলেন। এরপর আমার দোষে আরও একটা রান আউট হলো। নিজের ওপর রাগ হচ্ছিল খুব এবং ভেঙে পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দলে অবদান রাখার সৌভাগ্য দিয়েছেন। তাদের (শামীম ও শেখ মেহেদী হাসান) রানগুলোও আমি করে ফেলি।’

আজ ম্যাচসেরা হওয়া জাকের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘টেস্ট সিরিজ, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজজুড়ে এটি আমার জন্য বেশ চমৎকার একটি সফর ছিল। আমার মনে হয় আপনি শেষ দুটি ম্যাচের সঙ্গে যদি তুলনা করেন তাহলে উইকেট খুব ভালো ছিল। আমি শুধু সময় নেওয়া এবং সময় দেওয়ার চেষ্টা করছি (ক্রিজে)। আমি নিজেই জানি, সময় গড়ালে রান করতে পারব আমি।’

ক্যারিবিয়ান সফরকে সামনে রেখে কঠোর পরিশ্রম করেছেন জানিয়ে জাকের বলেন, ‘আমি এখানে বিশ্বকাপ (টি-টোয়েন্টি) খেলেছি। আমি সেবার ভালো খেলতে পারিনি। তাই দেশে ফিরে এই সফরের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এবং হ্যাঁ সবকিছু এখন আমার পক্ষে যাচ্ছে।’