গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চলছে ১-১ সমতা। প্রথম ম্যাচে ভারতের জয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। আর ব্রিসবেনে তৃতীয় টেস্ট বৃষ্টির কারণে হয়েছে ড্র। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচটি তাই দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াডে পরিবর্তন এনেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
প্রথম ৩ ম্যাচে মাত্র ৭২ রান করা নাথান ম্যাকসুয়েনিকে শেষ ২ ম্যাচে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় দলে ঢোকানো হয়েছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা ১৯ বছরের তরুণ স্যাম কনস্টাসকে। এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন তিনি। মেলবোর্ন ও সিডনির এই ম্যাচের জন্য ডাক পেয়েছেন পেসার ঝাই রিচার্ডসনও। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন জশ হ্যাজলউড। রিচার্ডসনকে নেওয়া হয়েছে এই পেসারের ব্যাক আপ হিসেবেই।
শেষ ২ টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, স্যাম কনস্টাস, উসমান খাজা, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, বিউ ওয়েবস্টার, শন অ্যাবট, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, ঝাই রিচার্ডসন, অ্যালেক্স কেরি, স্কট বোল্যান্ড ও জশ ইংলিস।