আনচেলত্তির ইতিহাস
ফিফা কন্টিনেন্টাল কাপের প্রথম আসরেই বাজিমাত করল রিয়াল মাদ্রিদ। পরশু রাতে দোহার লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল চ্যাম্পিয়ন হওয়ায় দারুণ একটা ইতিহাস গড়লেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি। কোচ হিসেবে ক্লাবের হয়ে সর্বোচ্চ ১৫টি ট্রফি জয়ের রেকর্ড গড়েছেন এই ইতালিয়ান।
আগের দিন কাতারের দোহায় ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের রাজ দেখেছে বিশ্ব। বর্ষসেরা খেলোয়াড়, কোচ দুটিই ছিল রিয়ালের। এ ছাড়া বর্ষসেরা দলে রিয়ালের চারজন ফুটবলার। পরদিন রঙিন সেই শহর রাঙিয়ে দিলেন তারা। মেক্সিকান ক্লাবটিকে দাঁড়াতেই দেননি আনচেলত্তির শিষ্যরা।
রিয়াল মাদ্রিদের সহজ জয়ের নায়ক কয়েকজনই। গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিচিয়াস জুনিয়র। শেষজন আবার প্রথমজনকে দিয়ে একটি গোলও করিয়েছেন। চাইলে গোলমুখে ভিনি নিজেই শট নিতে পারতেন। কিন্তু পাস দেন এমবাপ্পেকে। সহজেই গোল করেন ফরাসি ফরওয়ার্ড। ম্যাচের বয়স তখন ৩৭ মিনিট। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো। ম্যাচের শেষ দিকে তৃতীয় ও শেষ গোলটি পেয়েছেন ভিনি। পেনাল্টি থেকে পাচুকার জালে বল জড়ান ফিফার বর্ষসেরা ফুটবলার।
কন্টিনেন্টাল কাপ আগেও ছিল। কিন্তু ফিফা প্রথমবার আয়োজন করল কন্টিনেন্টাল কাপ। প্রতিযোগিতায় সরাসরি ফাইনালে অংশ নিয়েছে রিয়াল। তবে পাচুকা কাঠখড় পুড়িয়ে এসেছে এখানে।