ম্যাচসেরা জাকের, সিরিজের সেরা শেখ মেহেদী
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকয়টিতে জিতেছে বাংলাদেশ। এই প্রথম ক্যারিবিয়ানদের ৩ ম্যাচের সিরিজে হোয়াইওয়াশ করল টাইগাররা। দারুণ এই অর্জনে বড় অবদান রেখেছেন জাকের আলী ও শেখ মেহেদী হাসান। তাইতো শেষ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জাকের। আর সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন মেহেদী।
আজ শুক্রবার আর্নস ভেল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করে বাংলাদেশ। ৪১ বলে ৭২ রান করে দলকে জেতাতে সবচেয়ে বড় অবদান রাখেন জাকের। অন্যদিকে, সিরিজজুড়েই বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদী। বিশেষ করে পাওয়ার প্লেতে কম রান দেওয়ার পাশাপাশি দলকে উইকেটও এনে দিয়েছেন তিনি। ব্যাট হাতেও প্রথম টি-টোয়েন্টিতে রাখেন কার্যকরী ভূমিকা। তাই সিরিজসেরার পুরস্কার ওঠে তার হাতে।
৩ ম্যাচের এই সিরিজে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭ রান করেন মেহেদী। ৩ ম্যাচে মোট ১১ ওভার করে মাত্র ৪৬ রান দিয়েছেন তিনি। অর্থাৎ, ওভারপ্রতি মেহেদীর রান দেওয়ার হার মাত্র ৪.১৮। প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানে জয়ের পথে গুরুত্বপূর্ণ ২৬ রান করেছিলেন এই ক্রিকেটার।
সিরিজের প্রথম ম্যাচে ২৬ রান করার পাশাপাশি ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মেহেদী। দ্বিতীয় ম্যাচে ১১ রান করার পর ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ২০ রান খরচায় ২ উইকেট তুলে নেন এই অফ স্পিনার। এর মধ্যে ছিল ওপেনার জনসন চার্লস ও চারে নামা নিকোলাস পুরানের উইকেট। সিরিজের ৩ ম্যাচেই পুরানকে আউট করেছেন মেহেদী।
শেষ ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া জাকের পুরো টি-টোয়েন্টি সিরিজেই ছিলেন দুর্দান্ত। সিরিজের সর্বোচ্চ ১২০ রান করেছেন তিনিই। দ্বিতীয় সর্বোচ্চ রান করা রোভম্যান পাওয়েল (৬৮) অনেক পেছনে। এই ম্যাচে ৭২ রান করার আগে প্রথম দুই ম্যাচে খেলেছিলেন ২১ ও ২৭ রানের গুরুত্বপূর্ণ দুই ইনিংস।