বাবরের রানে ফেরার দিনে বিধ্বংসী কামরান, সিরিজ পাকিস্তানের
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের ব্যাটে রানের দেখা পাওয়া যাচ্ছিল না। অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ওয়ানডেতে সেই খরা কাটালেন এই ডানহাতি ব্যাটার। তার হাফ সেঞ্চুরি করার দিনে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন কামরান গুলাম। হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও। তাতে দক্ষিণ আফ্রিকাকে ৮১ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তান।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিও জিতেছিল পাকিস্তান। কেপটাউনে গতকাল বৃহস্পতিবার রাতে দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল সফরকারীরা। এই নিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। আর সব সংস্করণ মিলিয়ে টানা দেশটির টানা পঞ্চম সিরিজ জয়।
টসে হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ৩২৯ রান। ওপেনার আব্দুল্লাহ শফিক শূন্য রানে আউট হওয়ার পর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাইম আইয়ুব আউট হয়েছেন ২৫ রান করে। তিন ও চারে নামেন বাবর ও রিজওয়ান। ৯৫ বলে ৭ চারের সাহায্যে ৭৩ রান করেন বাবর। সর্বশেষ ২২ আন্তর্জাতিক ইনিংসে এটি তার প্রথম ফিফটি। প্রায় এক শ স্ট্রাইকরেটে ৮২ বলে ৮০ রান করেন রিজওয়ান।
পাকিস্তান মূলত তিন শ পেরোয় কামরান গুলামের ব্যাটে। ছয়ে নেমে ৩২ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান এই ব্যাটার। আগের ম্যাচে জয়ের অন্যতম নায়ক সালমান আগা পাঁচ নম্বরে নেমে ৩৩ রান করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ৫০ ওভারের একবল আগে ৩২৯ রানে অলআউট হয় পাকিস্তান।
৩৩০ রানের জবাব দিতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় ২৪৮ রানে। দলটির হয়ে একাই লড়াই করেন হেনরিখ ক্লাসেন। ৭৪ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ৯৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছেন টনি ডি জর্জি। দুর্দান্ত বল করেছেন দুই পেসার শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। ৪৭ রানের বিনিময়ে শাহিন ৪টি ও ৩৭ রানের বিনিময়ে নাসিম ৩ উইকেট নেন।