জাকেরের বীরত্বে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ

​ স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮
শেয়ার :
জাকেরের বীরত্বে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শুক্রবার চলমান তৃতীয় ও শেষ ম্যাচটি জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা। প্রথম দুই ম্যাচে জিতলেও বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ১৪৭। তবে আজ জাকের আলীর দানবীয় ব্যাটিংয়ে আগের দুই ম্যাচের স্কোর ছাপিয়ে গেল বাংলাদেশের রান। 

কিংসটাউনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল স্কোর গড়েছে লিটন দাসের দল। ৪১ বলে ৭২ রানের দানবীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন পুরো সফরজুড়েই ফর্মে থাকা জাকের। ৩টি চারের সঙ্গে তার দ্বিগুণ ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। জিততে হলে এই মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

ওয়েস্ট ইন্ডিজের এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ আজকের রানই। এর আগে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেটে ১৫৯ রান তুলেছিল বাংলাদেশ। এতদিন সেটাই ছিল সর্বোচ্চ। 

আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন। ব্যর্থতা কাটিয়ে এদিন ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে ১৪ রান তুলেই রোমারিও শেফার্ডের বলে ক্যাচ দেন অধিনায়ক। তবে দারুণ খেলেছেন চোট জর্জরিত সৌম্য সরকারের জায়গায় ওপেনিংয়ে নামা পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন তিনি। 

তিনে নেমে তানজিদ হাসান তামিম রান না পেলেও ২৩ বলে ২৯ রান করে দারুণ অবদান রেখেছেন চারে নামা মেহেদী হাসান মিরাজ। এদিন পাঁচে নামেন জাকের। ছয় ও সাত নম্বর ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি ও শেখ মেহেদী হাসান দুজনই রান আউট হলে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। বাংলাদেশের রান তখন ৬ উইকেট হারিয়ে ১১৪। তবে তানজিম হাসান সাকিবকে নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জাকের। 

শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে জাকেরের অবদানই ৩৫ বলে ৬৮। আর সংক্ষেপে হিসেবে করলে শেষ ৫ ওভারে ১ উইকেটে ৭৫ রান তুলেছে বাংলাদেশ। জাকের একাই তুলেছেন ২৩ বলে ৫৪। এর মধ্যে আলজারি জোসেফের করা শেষ ওভারে ৩টি ছক্কা হাঁকান জাকের। ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ১২ বলে ১৭ রান করেছেন তানজিম।