এনসিএল টি-টোয়েন্টি /
প্লে-অফে কারা উঠল, খেলা কবে
এনসিএল টি-টোয়েন্টিতে প্লে অফে ওঠা ৪ দল নিশ্চিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা-রংপুর ও বরিশাল-ঢাকার ম্যাচের পর নিশ্চিতহয়েছে চার দল। ৮ দলের এই টুর্নামেন্টে গ্রুপপর্বে সেরা হয়ে প্লে অফে উঠেছে ঢাকা মেট্রো, রংপুর বিভাগ, খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ।
আগেই প্লে অফ নিশ্চিত হয়েছিল ঢাকা মেট্রো ও রংপুরের। আজ খুলনা ও রংপুরের ম্যাচে রংপুর হারলেও তাই তাদের মাথাব্যথার কোনো কারণ নেই। এই ম্যাচে খুলনা জিতে তৃতীয় হয়ে প্লে অফ নিশ্চিত করল ইমরুল কায়েস-মোহাম্মদ মিঠুন ও আজিজুল হাকিম তামিমদের খুলনা। অন্যদিকে, বরিশালের বিপক্ষে জিতেও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি ঢাকা। আজ সকালে ম্যাচ হেরেও চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়েছে চট্টগ্রামের। ঢাকার সমান পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে চট্টগ্রাম।
আগামী শনিবার সকালে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। একই দিন দুপুরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ঢাকা মেট্রো ও রংপুর। পরদিন রবিবার এলিমিনেটরে জয়ী ও প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। টুর্নামেন্টটির ফাইনাল হবে মঙ্গলবার।
আজ বিকেলে রংপুরের বিপক্ষে খুলনা জিতেছে ৩৪ রানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ গড়ে খুলনা। দলটির এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আজিজুল (৬৬), মিঠুন (৭১) ও ইমরুল কায়েস (৪০*)। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে রংপুর।
অন্য ম্যাচে বরিশালের বিপক্ষে ঢাকার জয় আসে ১৯ রানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করে ঢাকা। জবাব দিতে নেমে ১৫৯ রানে থামে বরিশাল।