যে অর্জনের পর অবসর নেবেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩১
শেয়ার :
যে অর্জনের পর অবসর নেবেন মার্তিনেজ

গত কয়েক বছরে সাফল্য আর এমিলিয়ানো মার্তিনেজ যেন চলছেন গলাগলি ধরে। ক্লাবের হয়ে তেমন সাফল্য না পেলেও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে জেতার তেমন কিছুই বাকি নেই। এদিকে বয়সও হয়ে গেছে ৩২। এখনই অবসরের চিন্তা মাথায় আসেনি ‘দিবু’ নামে পরিচিত এই গোলকিপারের। তবে মজার ছলে জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জিতলেই বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নেবেন তিনি। 

সবশেষ ৩ বছরে মার্তিনেজের সাফল্যের পাতা যদি বের করি- জিতেছেন ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ, আবার ২০২৩ সালের কোপা আমেরিকা। এসব টুর্নামেন্টে আবার সেরা গোলকিপারও হয়েছেন তিনি। গোলকিপারদের মধ্যে সেরা হয়ে জিতেছেন ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্টের মতো পুরস্কার। 

গতকাল কাতার বিশ্বকাপ ২০২২ জয়ের দুই বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে আর্জেন্টিনা দলের কয়েকজন সদস্যকে আলোচনা করতে দেখা গেছে। তার মধ্যে মার্তিনেজ ছাড়াও ছিলেন- এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও লাওতারো মার্তিনেজ।

অবসরের প্রসঙ্গে মার্তিনেজ প্রথমে জানতে চান, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে?’ এরপর মার্তিনেজ সবাইকে বলেন যে, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এমন কীর্তি গড়তে পারলে অবসর নেবেন। মার্তিনেজের ভাষ্য, ‘আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছি।’

টানা দুইবার বিশ্বকাপ জিতেছে এখনো পর্যন্ত দুইটি দল, আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ও ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও চার বারের চ্যাম্পিয়ন ইতালি। ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপ জিতেছে ইতালি। ব্রাজিল জিতেছে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ।