বলে-ব্যাটে অনন্য শান্ত, জিশানের ৫ ছক্কা

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:০৯
শেয়ার :
বলে-ব্যাটে অনন্য শান্ত, জিশানের ৫ ছক্কা

চলমান জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছিল নাজমুল হোসেন শান্তর রাজশাহী বিভাগের। আজ সিলেটের বিপক্ষে দলটির ম্যাচ ছিল নিয়মরক্ষার। রাজশাহীর জন্য গুরুত্বহীন এই ম্যাচে বলে-বলে দারুণ ঝলক দেখালেন শান্ত। তাতে বিফলে যায় সিলেটের হয়ে আজ ৫ ছক্কা হাঁকানো চৌধুরী জিশান আলমের ইনিংস। এই হারে আজ টুর্নামেন্ট থেকে বিদায় নিল সিলেটও। 

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটকে ২৬ রানে হারায় রাজশাহী। ব্যাট হাতে ৬ চার ও ৫ ছক্কায় ৪৮ বলে ৭৮ করার পর বল হাতে চার ওভারে ১৯ রান দিয়ে তিনি শিকার করেন গুরুত্বপূর্ণ উইকেট। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জিতেছিল রাজশাহী। এরপর টানা পাঁচ হারের মুখ দেখা দলটি টুর্নামেন্ট শেষও করল জয় দিয়ে। 

টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে রাজশাহী। দলের হয়ে শান্তর ৭৮ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন সাব্বির হোসেন। ফর্মে থাকা হাবিবুর আউট হন দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৫ রান করে। এছাড়া তাওহিদ হৃদয়ের ২১ রানে বড় সংগ্রহ গড়ে রাজশাহী। 

জবাব দিতে নেমে সিলেটের হয়ে একাই লড়াই করেন জিশান। এই ওপেনার ৬০ রান করেন কেবল ৩২ বলে। ফিফটিতে পৌঁছান ২৮ বলে। তিনি ছাড়া সিলেটের আর কেউ সুবিধা করতে না পারলে ১৫৫ রানেই থামে সিলেট। 

৭ ইনিংসে ২৮১ রান নিয়ে আসর শেষ করলেন জিশান, এখনও পর্যন্ত যা টুর্নামেন্টের সর্বোচ্চ। ২৫৯ রান নিয়ে দুইয়ে হাবিবুর রহমান সোহান, ২৪৮ রান মোহাম্মদ নাঈম শেখের।

এদিকে, দিনের অন্য ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে টানা সাত জয় পেল ঢাকা মেট্রো। আর হারের ফলে প্লে অফে খেলতে না পারার শঙ্কায় পড়ল চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে ঢাকা মেট্রো জয় পায় ১৭ রানে। 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে মেট্রো। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন শামসুর রহমান ও মার্শাল আইয়ুব। জবাব দিতে নেমে সবকয়টি ওভার খেলে ১৪১ রানে থামে চট্টগ্রাম। সর্বোচ্চ ৪৪ রান আসে সাদিকুরের ব্যাটে।