আবার গ্রেপ্তার হতে পারেন আল্লু অর্জুন

বিনোদন সময় ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
আবার গ্রেপ্তার হতে পারেন আল্লু অর্জুন

ভারতের হায়দরাবাদের সিনেমা হলে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী জামিন পাওয়ায় কিছুটা স্বস্তিতে ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের পরিবার ও ভক্তরা। তবে এবার আরও জল ঘোলার ইঙ্গিত। নায়কের জামিন নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে প্রশাসন। টাইমস নাও-এর প্রতিবেদন বলছেÑ পদদলিত মামলায় জামিনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করতে পারে পুলিশ। তেলেঙ্গানার পুলিশ কর্মকর্তাদের ‘পুষ্পা’ অভিনেতার জামিনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ সম্ভবত সন্ধ্যা থিয়েটার মামলায় আল্লুকে দেওয়া অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করতে পারে, যেখানে রেবতী নামে এক ভক্ত মারা গেছেন। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামে এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হন আল্লু অর্জুন। অবশ্য সেদিনই আদালত তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। যদিও অভিনেতাকে এক রাত জেলে থাকতে হয়েছিল।