ফের জুটি হলেন মম-শ্যামল
এর আগে বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সেই ধারাবাহিকতায় ফের নতুন একটি নাটকে জুটি বাঁধলেন জাকিয়া বারী মম ও শ্যামল মাওলা। নাটকের নাম ‘সেলুলয়েড’। পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। মম বলেন, ‘শ্যামলের সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে। এবারের নাটকের গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রগুলো সঠিকভাবে উপস্থাপন করতে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ শ্যামল বলেন, “সব সময় দর্শকের চিন্তা মাথায় রেখেই কাজ করি। বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই। ‘সেলুলয়েড’ ঠিক তেমনই গল্পের নাটক। দর্শকের ভালো লাগবে আশা করি।” আগামী ৭ ডিসেম্বর সন্ধ্যায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে।
প্রতিষ্ঠানের অপারেশন্স প্রধান লুৎফর হাসান জানান, দেশের সুস্থ ধারার সাংস্কৃতিক প্লাটফর্ম হিসেবে গানচিল মিউজিক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। একই প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা। কোভিড ও নানান জটিলতায় বেশ কিছুদিন বিরতির পর ফের সরব হচ্ছে প্রতিষ্ঠানটি। একঝাঁক নাটকের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। জীবনের অব্যক্ত নানান কথা বেরিয়ে আসবে প্রতিটি গল্পে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা