ক্ষোভ ঝারলেন ঊর্বশী

বিনোদন সময় প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
ক্ষোভ ঝারলেন ঊর্বশী

সোফায় আরাম করে বসে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ। এক হাতে কোমল পানীয়র বোতল; অন্য হাত জয়ের শক্তিতে মুষ্টিবদ্ধ। সামনে রাখা বিশ্বকাপের ট্রফি। এই ট্রফির ওপরে দুই পা তুলে রেখেছেন মার্শ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। ছবিটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। নেটিজেনদের পাশাপাশি বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মিচেল মার্শ, বিশ্বকাপ ট্রফির প্রতি কিছুটা সম্মান তো দেখান।’ সমালোচনা করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি লিখেছেন, ‘স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মর্যাদাপূর্ণ বিশ্বকাপ ট্রফিটি ছুঁয়ে দেখার সুযোগ হয়েছিল। এটা আমার জন্য সম্মানের একটি মুহূর্ত ছিল। এর মূল্য, গভীরতা জানুন। বিশ্বকাপজয়ী দলের এমন আচরণে আমি হতাশ। এটি খুবই দুঃখজনক।’

অভিনয়ের চেয়ে বেশি সৌন্দর্যের কারণেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ঊর্বশী। কদিন আগেই এক সাক্ষাৎকারে এই বলিউড নায়িকা জানান নিজের সৌন্দর্য ও ক্যারিয়ার ঘিরে কিছু কথা। ঊর্বশী বলেন, ‘আত্মবিশ্বাস ও কমনীয়তা আমার সৌন্দর্যকে বিকশিত করে। আমি নিজের ফ্যাশন স্টাইলে সব সময় এক ব্যতিক্রমী কিছু তুলে ধরতে চাই। আমার স্টাইল হলো শৈল্পিক অভিব্যক্তি।’ সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ’-এ ঊর্বশীকে এক অন্য ধারার চরিত্রে দেখা গেছে।