যত কীর্তি অশ্বিনের

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২২
শেয়ার :
যত কীর্তি অশ্বিনের

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পথচলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আজ বুধবার ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পরই সংবাদ সম্মেলনে গিয়ে বিদায়ী ঘোষণা দেন এই কিংবদন্তি স্পিনার। ২০১০ সালে জিম্বাবুয়ে সফরে শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অশ্বিনের। একই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলেন এই ডানহাতি অফ স্পিনার। তার পরের বছর নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে অভিষেক হয় সাদা পোশাকে। 

রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ভারতের মাটিতে নিজ দেশকে স্পিনে দুর্ধর্ষ বানিয়েছেন অশ্বিন। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাদের কারণেই ঘরের মাঠে সিরিজে ভারত ছিল অজেয়। বিদায়ের আগে ১৪ বছরের ক্যারিয়ারে উল্লেখযোগ্য কিছু কীর্তির মালিক হয়েছেন ৩৮ বছরের অশ্বিন। দেখে নেওয়া যাক সেগুলো-

৭৬৫ আন্তর্জাতিক উইকেট: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অশ্বিন। সবচেয়ে বেশি উইকেট কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলের (৯৫৩)। 

৫৩৭ টেস্ট উইকেট: টেস্টেও কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অশ্বিন। সবমিলিয়ে টেস্টে ৫০০’র বেশি উইকেট নেওয়া সপ্তম খেলোয়াড় এই অশ্বিন। দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন অশ্বিন। মাত্র ৯৮ ম্যাচ লেগেছে তার। 

ঘরের মাঠে ৪৭৫ টেস্ট উইকেট: ভারতের মাটিতে একটু বেশিই বিধ্বংসী ছিলেন অশ্বিন। ঘরের মাঠে অশ্বিনের চেয়ে কুম্বলের উইকেটসংখ্যা ১টি বেশি। 

৩০২ বোল্ড বা এলবিডব্লিউ: আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিন সেই তিন বোলারের একজন, যারা ৩০২ বার বোল্ড বা এলবিডব্লিউ করে উইকেট নিয়েছেন। সবচেয়ে বেশি ৩৩৬ বার এই কীর্তি শ্রীলংকার সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। ৩২০ বার এই কীর্তি ছুঁয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। 

৩৭ বার টেস্টে ৫ উইকেট: ভারতীয় বোলারদের মধ্যে টেস্টের কোনো ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার কীর্তি অশ্বিনের, বিশ্বের সব দেশ হিসেবে করলে যৌথভাবে দ্বিতীয়। এই কীর্তি ছিল অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিনার শেন ওয়ার্নেরও। সবচেয়ে বেশি ৬৭ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব মুরালিধরনের। 

টেস্টে ১১ বার সিরিজ সেরা: পুরুষ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সিরিজসেরার কীর্তি অশ্বিনের। সব সংস্করণের ক্রিকেটে মিলিয়ে যেই সংখ্যা ১২। পুরো বিশ্ব ক্রিকেট হিসেব করলে এটি ৭ম সর্বোচ্চ। 

টেস্ট ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট: কোনো টেস্ট ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়া চার ভারতীয় ক্রিকেটারের একজন অশ্বিন। এই কীর্তি আছে ভিনু মানকড়, পলি উমিগর ও রবীন্দ্র জাদেজার। এই কীর্তি অশ্বিন গড়েছেন চারবার। ভারতের ক্রিকেটারদের মধ্যে এটি সর্বোচ্চ আর পুরো বিশ্ব হিসাব করলে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৫ বার একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম। 

১০৯ বার বোল্ড: টেস্ট ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চবার বোল্ড করার কৃতিত্ব দেখিয়েছেন অশ্বিন।