আঙুলে ৫ সেলাই, ছিটকে গেলেন সৌম্য
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঘাত পান সৌম্য সরকার। তাকে আঙুল চেপে ধরে ব্যথায় কাতর হয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে হয়।
সেই সময় থেকেই খারাপা কিছুর আভাস ছিল। পরে শঙ্কাটাই সত্যি হলো পরে। আঙুলে চোট পেয়ে পাঁচটি সেলাই পড়েছে তার। অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ফলে ক্যারিবীয়দের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে তো বটেই, বিপিএলের শুরুর ভাগেও খেলতে পারবেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। আগামী ৩০ ডিসেম্বর বিপিএল শুরু।
বুধবার উইন্ডিজের রান তাড়ায় সপ্তম ওভারে তানজিম হাসানের বলে স্লিপে ক্যাচ দেন রোভম্যান পাওয়েল। আগের ওভারে নিকোলাস পুরানের ক্যাচ নেওয়া সৌম্য এবার সহজ ক্যাচটি নিতে পারেননি। বল তার আঙুলে ছোবল দিয়ে পড়ে যায়।
সেই সময়ই সৌম্য আঙুল চেপে ধরে ব্যথায় কাতরাতে থাকেন। পরে মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। একটু পর তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ নিয়ে বিসিবির বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে।