আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৪
শেয়ার :
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের পঞ্চম দিন এই সিদ্ধান্ত জানান ভারতের কিংবদন্তি এই স্পিনার। তবে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে এই তারকাকে।

আজ বুধবার টেস্ট শেষ হওয়ার পরেই ড্রেসিংরুমে বিরাট কোহলির পাশে বসে কাঁদতে দেখা যায় অশ্বিনকে। এরপরেই ঘোষণাটা দেন। ফলে সিরিজের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত শর্মারা।

অধিনায়ক রোহিতের সঙ্গে সংবাদ সম্মেলনে যান অশ্বিন। তিনি বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।’

অশ্বিন ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন তিনি। রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট তার দখলে। কিন্তু গত নিউজিল্যান্ড সিরিজ় থেকেই ম্লান ছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়াতেও একমাত্র অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। সেখানে মাত্র একটি উইকেট পান।