বর্ষসেরা কোচ রিয়ালের আনচেলত্তি
ফিফার বর্ষসেরা কোচের পুরষ্কার পেলেন কার্লো আনচেলত্তি। ২০২৩ সালের ২১ অগাস্ট থেকে ২০২৪ সালের ১০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় সেরা হয়েছেন এই ইতালিয়ান।
‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মঙ্গলবার রাতে আনচেলত্তিকে বিজয়ী ঘোষণা করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন আরেক গ্রেট কোচ আর্সেন ওয়েঙ্গার।
আনচেলত্তি সেরা হতে পেছনে ফেলেছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো লিওনেল স্কালোনি, স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী লুইস দে লা ফুয়েন্তে, বায়ার লেভারকুজেনকে প্রথমবারের মতো বুন্ডেসলিগার মুকুট পরানো জাবি আলোন্সো ও ম্যানচেস্টার সিটির ডাগআউটে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ী পেপ গায়ার্দিওলাকে।
রিয়াল আনচেলত্তির অধীনে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলে। গত মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়নও হয় তারা; দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে মৌসুম শেষ করে ৯৫ পয়েন্ট নিয়ে। আর গত জানুয়ারিতে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে তারা।
এর আগে রিয়ালের ডাগআউটে এমন অসাধারণ সব সাফল্যের জন্য গত ২৮ অক্টোবর ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর ব্যালন দ’র অনুষ্ঠানেও বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নেন ৬৫ বছর বয়সী এই কোচ।