বসুন্ধরা কিংসকে হারিয়ে ফর্টিসের চমক
দেশের ঘরোয়া ফুটবলে গত কয়েক বছর জায়ান্টে পরিণত হওয়া বসুন্ধরা কিংস চলতি মৌসুমে এবারের মৌসুমে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে পাঁচ ম্যাচের দুটিতেই হারল। সবশেষ আজ মঙ্গলবার ফেডারেশন কাপে নিজেদের মাঠে কিংস ২-০ গোলে হেরেছে ফর্টিস এফসির কাছে।
এর আগে গত সপ্তাহে প্রিমিয়ার লিগে কুমিল্লায় রানার্সআপ মোহামেডানের কাছে হারে কিংস।
‘এ’ গ্রুপে কিংস অ্যারেনায় আজ দ্বিতীয় ম্যাচেই কিংস বড় ধাক্কা খেল ফর্টিসের বিপক্ষে। এটি কিংসের বিপক্ষে ফর্টিসের প্রথম জয়। ম্যাচের ৭০ মিনিটে জুমায়েভ ও ৭৭ মিনিটে আবদুল্লাহর গোল দুর্দান্ত এই জয় এনে দেয় ফর্টিসকে।
এদিন শুরুর দিকে ফর্টিসের ওপর কিছুটা চাপ তৈরি করেছিল লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু সেই সময় গোল পায়নি। ধীরে ধীরে ফর্টিস নিজেদের গুছিয়ে নিয়েছে। দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণে ফর্টিসই বরং বেশি ভুগিয়েছে কিংসকে। ম্যাচের ৭০ মিনিটে ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভ্যালেরি রিশিনের কর্নার থেকে বক্সে লাফিয়ে হেড করে গোল করেন উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভ।