ছক্কা হাঁকিয়ে এনামুলের সেঞ্চুরি, ঢাকাকে হারাল খুলনা

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১২
শেয়ার :
ছক্কা হাঁকিয়ে এনামুলের সেঞ্চুরি, ঢাকাকে হারাল খুলনা

এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকাকে ২১ রানে হারিয়েছে খুলনা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই ওপেনারের এটি দ্বিতীয় সেঞ্চুরি।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে ৪ উইকেটে ১৫৯ রানে শেষ হয় ঢাকার ইনিংস।

টস হেরে ব্যাট করতে নামা খুলনার হয়ে অসাধারণ ব্যাট করেন বিজয়। তিনি শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি উদযাপন করেন। শেষ পর্যন্ত বিজয় ৬৭ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ঢাকার হয়ে নাজমুল ইসলাম অপু ২টি উইকেট পান।

১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকার টপঅর্ডার ভালো করতে পারেনি। তবে মিডলঅর্ডারের তাইবুর রহমান ৬৩ ও মাইদুল ইসলাম অঙ্কন ৪৩ করলেও দলকে জেতাতে পারেননি।

খুলনার হয়ে জায়েদ উল্লাহ ৩টি উইকেট পান।