আবারও ছিটকে গেলেন ইয়ামাল
ফের ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল। এবার অ্যাঙ্কেলের চোটে মাস খানেকের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তরুণ বার্সেলোনার এই তারকা।
সোমবার বার্সেলোনা এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ১৭ বছর বয়সী ইয়ামালের চোট পাওয়ার কথা। তারা বিবৃতিতে জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে স্প্যানিশ এই ফরোয়ার্ডকে।
রবিবার লা লিগার ম্যাচে লেগানাসের বিপক্ষে এই চোট পান ইয়ামাল। ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের পুরোটা খেলতে পারেননি তিনি। ৭৫তম মিনিটে অ্যাঙ্কেলে অস্বস্তি নিয়ে ছাড়েন মাঠ। পর দিন বার্সেলোনা জানিয়েছে, ইয়ামালের অ্যাঙ্কেলে গ্রেড ওয়ান চোট ধরা পড়েছে।
এর আগে অ্যাঙ্কেলের চোটেই গত মাসে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনটি ম্যাচ খেলতে পারেননি ইয়ামাল। নতুন চোটে এবার আরও কয়েকটি ম্যাচে তাকে পাবে না কাতালান ক্লাবটি।
আগামী শনিবার লিগ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচ তো বটেই, জানুয়ারির শুরুতে কোপা দে রেতে বারবাস্ত্রো ও স্প্যানিশ সুপার কাপে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষেও ইয়ামালের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।