সাউদির বিদায়ী টেস্টে নিউজিল্যান্ডের রেকর্ড জয়
টিম সাউদি। ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার ক্রো-থর্প ট্রফি দিয়েই ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন টিম সাউদি। যেখানে বিদায়ী টেস্টে এই ডানহাতি পেসারকে জয় উপহার দিয়েছে কিউইরা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৪২৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। তবে প্রথম দুই টেস্ট জেতায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ইংলিশরা।
রানের হিসেবে এটি যৌথভাবে কিউইদের সবচেয়ে বড় জয়। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে ছিল ৪২৩ রানের আরেকটি জয়। রানের হিসেবে ইংলিশদের বিপক্ষে আগের সবচেয়ে বড় জয় ছিল ১৯৯ রানের।
হ্যামিল্টনে গতকালই হারের পথে ছিল ইংল্যান্ড। যেখানে ৬৫৮ রানের লক্ষ্যে ব্যাট করা সফরকারীরা আজ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন জ্যাকব বেথেল। আর জো রুটের ব্যাট থেকে ৫৪ রান আসে।
কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পেয়েছেন মিচেল স্যান্টনার। দুটি করে উইকেট দখল করেন ম্যাট হেনরি ও সাউদি।
এর আগে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩৪৭ রান করে। জবাবে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এরপর কিউইরা দ্বিতীয় ইনিংসে ৪৫৩ রানে স্কোর করে।
ম্যাচ সেরা হয়েছেন স্যান্টনার। আর তিন টেস্টে ৩৫০ রান করে সিরিজ সেরা ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
এদিকে শেষ টেস্ট খেলা সাউদি ক্যারিয়ারে ১০৭ ম্যাচ খেলে বিদায় নিলেন। যেখানে ৩৯১টি উইকেট পেয়েছেন তিনি। তার সেরা বোলিং ৬৪ রানে ৭ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন ১৫ বার। আর ১০ উইকেট একবার।