বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আগ্রহ
ড. ইউনূস-রামোস বৈঠক
বাংলাদেশ ও পূর্ব তিমুর দ্বিপক্ষীয় সম্পর্ককে অন্য উচ্চতায় নিতে সম্মত হয়েছে। গতকাল ঢাকায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা দ্বিপক্ষীয় বৈঠকে এ সম্মতি প্রকাশ করেন। এ সময় কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট হোর্তা।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পূর্ব তিমুরের পররাষ্ট্র ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন। আর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ড. বেনডিটো এফওসি সংক্রান্ত স্মারকে সই করেন।
বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট হোর্তা বাংলাদেশিদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, আমরা বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারি এবং বাংলাদেশি কোম্পানিগুলোকে তিমুর-লেস্তে আসার জন্য আমন্ত্রণ জানাই।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসকে বরেণ্য বিশ^নেতাদের সঙ্গে তুলনা করে হোর্তা বলেন, বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান যে এমন একজন নিরহংকার ও বিনয়ী মানুষ দেশের নেতৃত্বে রয়েছেন। তিনি আপনাদের তরুণদের সঙ্গে কাজ করছেন দেশের পরিবর্তনের জন্য। ড. ইউনূসকে নিজের ভাই, বন্ধু ও পরামর্শক উল্লেখ করেন তিনি।
প্রেসিডেন্ট হোর্তা ও তার সফরসঙ্গীরা গত শনিবার রাতে ঢাকায় আসেন। তিনি আজ সোমবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। প্রেসিডেন্ট রামোস আগামীকাল বিআইআইএসে ‘দা চ্যালেঞ্জেস অব পিস ইন দ্যা কনটেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক থিমের ওপর বক্তৃতা করবেন।