‘কিং পেয়ার’ ও সেঞ্চুরি: যেখানে হেডই প্রথম

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯
শেয়ার :
‘কিং পেয়ার’ ও সেঞ্চুরি: যেখানে হেডই প্রথম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি, ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি, অ্যাডিলেড টেস্টে গোলাপি বলে সেঞ্চুরি: ভারতকে পেলেই যেন জ্বলে ওঠেন ট্রাভিস হেড। পার্থে ব্যর্থ হলেও অ্যাডিলেডের ফর্ম ব্রিসবেনেও নিয়ে এসেছেন এই মিডল অর্ডার ব্যাটার। আজ রবিবার টেস্টের প্রথম ইনিংসে খেললেন ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস। 

ব্রিসবেনের গ্যাবাকে বলা হয় অস্ট্রেলিয়ার দুর্গ। তবে এই দুর্গেই ব্যর্থতার নজির আছে হেডের। চলতি বছরের শুরুতে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টেস্টে হেরে যায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচের দুই ইনিংসে জোড়া গোল্ডেন ডাক মারেন হেড। যাকে ক্রিকেটের ভাষায় বলা হয় ‘কিং পেয়ার’।

একই মাঠে, একই বছরে ‘কিং পেয়ার’ ও সেঞ্চুরি হাঁকানো প্রথম ক্রিকেটার হেড। যেই মাঠে বছরের শুরুতে দুই ইনিংস মিলিয়েও ২ বলের বেশি খেলতে পারেননি সেই মাঠে আজ হেড খেললেন ১৬০ বলে ১৫২ রানের খুনে ইনিংস। যেখানে চার মেরেছেন ১৮টি। শেষমেশ জাসপ্রিত বুমরাহর বলে রিশাভ পান্তকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এটি হেডের নবম সেঞ্চুরি ও ভারতের বিপক্ষে তৃতীয়। 

আজকের ১৫২ রানের মাধ্যমে ভারতের বিপক্ষে ১ হাজার টেস্ট রানের মাইলফলক পেরোলেন হেড। ১৩টি টেস্ট ম্যাচ ও ২২ ইনিংসে ভারতের বিপক্ষে ৫২.৭১ গড়ে ১ হাজার ১০৭ রান করেছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। তিনটি সেঞ্চুরির পাশাপাশি তার ফিফটি আছে চারটি। সব সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে ৩০ ম্যাচে ১ হাজার ৭০৭ রান করেছেন হেড। ৪টি সেঞ্চুরি ও ৬টি ফিফটির সাহায্যে ৪৭.৪১ গড়ে এই রান করেছেন তিনি।

‘বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপ ২০২৩’-এর ফাইনালের পর থেকে আজ পর্যন্ত ভারতের বিপক্ষে ১১ ইনিংসে ৮৮০ রান করেছেন হেড। যেখানে গড় ৮০! চারটি সেঞ্চুরির সবগুলোই এই সময়ে, হাফ সেঞ্চুরি ২টি। যার মধ্যে সর্বোচ্চ স্কোর ১৬৩ রানের।