বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের কোন দল কোন গ্রুপে

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২২
শেয়ার :
বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের কোন দল কোন গ্রুপে

২০২৬ বিশ্বকাপের জন্য অনান্য মহাদেশের বাছাইপর্ব শুরু হয়েছে অনেক আগেই। তবে নেশনস লিগ চলমান থাকাই ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব দেরিতে শুরু হচ্ছে। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে হয়ে গেল এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ড্র। 

বিশ্বকাপ বাছাইয়ে ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৫৪ দল। ছয়টি গ্রুপ সাজানো হয়েছে চারটি করে দল নিয়ে। অন্য ছয়টি গ্রুপে রাখা হয়েছে পাঁচটি করে দল। যারা রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে হোম ও অ্যাওয়ে ম্যাচ। গ্রুপের শীর্ষ দল সরাসরি টিকিট পাবে বিশ্বকাপের মূলপর্বের। রানার্সআপ দলগুলো খেলবে প্লে-অফ। অর্থাৎ ৪৮ দলের বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ১২টি গ্রুপ থেকে খেলবে ১৬টি দল।

 ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো হবে আাগমী বছরের ২১-২৫ মার্চ, ৬-১০ জুন, ৪-৯ সেপ্টেম্বর, ৯-১৪ অক্টোবর এবং ১৩-১৮ নভেম্বর। প্লে অফ হবে ২০২৬ সালের ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত। একই বছরের ১১ জুন মেক্সিকো সিটিতে শুরু হবে বিশ্বকাপ। নিউ জার্সিতে ফাইনাল ১৯ জুলাই । 

গ্রুপ এ: জার্মানি/ইতালি (জয়ী), স্লোভাকিয়া, নর্দান আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ

গ্রুপ বি: সুইজারল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া, কসোভো

গ্রুপ সি: পর্তুগাল/ ডেনমার্ক (পরাজিত), গ্রিস, স্কটল্যান্ড, বেলারুশ

গ্রুপ ডি: ফ্রান্স/ ক্রোয়েশিয়া (জয়ী), ইউক্রেন, আইসল্যান্ড, আজারবাইজান

গ্রুপ ই: স্পেন/ নেদারল্যান্ডস (জয়ী), তুরস্ক, জর্জিয়া, বুলগেরিয়া

গ্রুপ এফ: পর্তুগাল/ ডেনমার্ক (জয়ী), হাঙ্গেরি, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, আর্মেনিয়া

গ্রুপ জি: পোল্যান্ড, স্পেন/নেদারল্যান্ডস (পরাজিত), ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, মালটা

গ্রুপ এইচ: অস্ট্রিয়া, রোমানিয়া, বসনিয়া, সাইপ্রাস, সান মারিনো

গ্রুপ আই: নরওয়ে, জার্মানি/ইতালি, (পরাজিত), ইসরায়েল, এস্তোনিয়া, মলডোভা

গ্রুপ জে: বেলজিয়াম, ওয়েলস, ম্যাসিডোনিয়া, কাজাখস্তান, লিখটেনস্টেইন

গ্রুপ কে: ইংল্যান্ড, সার্বিয়া, আলবেনিয়া, লাটভিয়া, অ্যান্ডোরা

গ্রুপ এল: ফ্রান্স/ ক্রোয়েশিয়া (পরাজিত), চেক প্রজাতন্ত্র, মন্টিনিগ্রো, ফারো আইল্যান্ডস, জিব্রাল্টার