বৃষ্টির দাপটের দিনে রোহিতকে হতাশ করলেন বুমরাহ-সিরাজ

​ স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪
শেয়ার :
বৃষ্টির দাপটের দিনে রোহিতকে হতাশ করলেন বুমরাহ-সিরাজ

চলমান বোর্ডার-গাভস্কার ট্রফিতে চলছে ১-১ সমতা। পার্থে ভারতের জয়ের পর অ্যাডিলেডে বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে তৃতীয় টেস্টটি তাই দুই দলের এগিয়ে যাওয়ার লড়াই। তবে বৃষ্টি যেভাবে দাপট দেখাচ্ছে, সেটা চলতে থাকলে ম্যাচে ফল আসাই হবে কষ্টকর। তৃতীয় এই টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ১৩ ওভার ২ বল। 

ব্রিসবেন টেস্টের প্রথম সেশনেই হয়েছে ১৩ ওভার ২ বল। এরপর বৃষ্টির বাধায় আর ওই সেশনে খেলা শুরু করা যায়নি। দ্বিতীয় ও তৃতীয় সেশনে তো একটি বলও মাঠে গড়ায়নি। ৮০ বল থেকে ২৮ রান করেছে ভারত। একপাশে উসমান খাজা ৪৭ বলে ১৯ রানে ও আরেক পাশে ৩৩ বলে ৪ রানে অপরাজিত আছেন নাথান ম্যাকসুয়েনি। 

আজ শনিবার টস জিতে বোলিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টসে জিতে বলেছিলেন, ‘আমরা বল করব। আকাশ মেঘলা, পিচে ঘাস রয়েছে। মাটি একটু নরম রয়েছে মনে হচ্ছে। এই পরিস্থিতি কাজে লাগাতে চাই।’ তবে রোহিতের সেই চাওয়া মেটাতে পারলেন না ভারতের দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

নতুন বলে বুমরাহ কিছুটা চাপ সৃষ্টি করলেও রোহিতকে বেশি হতাশ করেছেন সিরাজ। ডানহাতি এই পেসার ৪ ওভার বল করে ২টি মেডেন দিলেও রান দিয়েছেন ১৩। ৬ ওভারে ৩টি মেডেন দিয়ে বুমরাহ খরচ করেন ৮ রান। পরে আকাশ দীপ বোলিংয়ে এসে কিছুটা চাপ সৃষ্টি করেন। ৩ ওভার ২ বলে ২ মেডেন দিয়ে মাত্র ২ রান হজম করেছেন তিনি। 

এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ১৫ ওভারের কম খেলা হওয়ায় টিকিটের টাকা ফেরত পাবেন দর্শক।