ইমাদের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমিরের অবসর
আগের দিনই দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইমাদ ওয়াসিম। আজ শনিবার বিদায় জানালেন তার সতীর্থ পেসার মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আবেগঘন বার্তায় বিদায়ের ঘোষণা দেন একসময়ের ত্রাস সৃষ্টিকারী এই পেসার।
এর আগে, ২০২১ সালে আরেকবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। তবে চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন তিনি। পরে পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দলেও জায়গা পান তিনি।
এক্সে দেওয়া পোস্টে ৩২ বছর বয়সী আমির বলেন, ‘ভালোভাবে চিন্তা-ভাবনা করার পর আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মতো কঠিন সিদ্ধান্ত নিলাম।’
২০০৯ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে আমিরের। এরপর ২০১০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হয়ে দীর্ঘ ৫ বছর ক্রিকেটের বাইরে ছিলেন। তীব্র লড়াই করে ও নিষেধাজ্ঞা কাটিয়ে এরপর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির।
সবমিলিয়ে পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৭১ উইকেট শিকার করেছেন আমির। এছাড়া সব সংস্করণ মিলিয়ে তার ব্যাটে এসেছে ১ হাজার ১৭৯ রান। পাকিস্তানের ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল ও ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
বিদায় বিবৃতিতে আমির আরও বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া কখনো সহজ ছিল না কিন্তু নিতেই হতো। আমি অনুভব করেছি পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সেরা সময়, যাতে তারা পাকিস্তানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই আমার জীবনের সবচেয়ে সম্মানজনক অধ্যায় ছিল ও থাকবে।’