আবারও অবসরে ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫
শেয়ার :
আবারও অবসরে ইমাদ ওয়াসিম

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ইমাদ ওয়াসিম। পরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফর্ম করায় তাকে জাতীয় দলে ফিরিয়ে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শুক্রবার দ্বিতীয়বার অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। যদিও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও কিছুদিন খেলতে চান তিনি।

সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ৩৫ বছর বয়সী ওয়াসিম অবসর ঘোষণায় বলেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের বড় সম্মানের এবং সবুজ জার্সি পরা প্রতিটি মুহূর্ত আমার কাছে অবিস্মরণীয় ছিল। এই অধ্যায়টা এখন শেষ হচ্ছে। আমি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আমি চালিয়ে যেতে চাই।’

এর আগে, গত বছরের নভেম্বরে প্রথমবার অবসর নিয়েছিলেন ইমাদ। এ ঘটনায় তখন বিস্ময় প্রকাশ করেছিলেন পাকিস্তানে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও। পরে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে আবারও দলে ফেরেন তিনি। 

প্রায় ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৫ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। ৯ বছরের ক্যারিয়ারে ৫৫টি ওয়ানডে এবং ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। দুই সংস্করণ মিলিয়ে ১১৭ উইকেট নিয়েছেন তিনি, করেছেন ১ হাজার ৫৪০ রান। 

পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ইমাদ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও ছিলেন এই অলরাউন্ডার।