সুখবর দিয়ে তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
পার্থ ও অ্যাডিলেডে এরই মধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফির দুইটি ম্যাচ খেলে ফেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতের জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জেতায় সিরিজে এই মুহূর্তে চলছে ১-১ সমতা। ৫ ম্যাচের এই সিরিজের তৃতীয়টিতে আগামীকাল আবার মুখোমুখি হবে দুই দল। ব্রিসবেনে বাংলাদেশ সময় ভোর ৬টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় সুখবর পেল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি পেসার জশ হ্যাজলউড। পার্থে ৫ উইকেট শিকার করেছিলেন এই পেসার। তবে সাইড স্ট্রেইনের চোটে অ্যাডিলেড টেস্টে ছিটকে যেতে বাধ্য হন তিনি। অ্যাডিলেডে তার পরিবর্তে খেলেন স্কট বোল্যান্ড। তবে ইনজুরি কাটিয়ে আবারও দলের সঙ্গে যোগ দিলেন তিনি।
সাংবাদিকদের অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘জশ হ্যাজলউড ফিরে এসছে। তার কোন ব্যাথা নেই। গতকাল এবং কয়েকদিন আগে সে খুব ভালো বলে করেছিল। সে এবং তার মেডিকেল দলটি (তার খেলার ব্যাপারে) দারুণ আত্মবিশ্বাসী।’
আগামীকাল শনিবার শুরু হতে যাওয়া এই টেস্টের একাদশে আর কোনো পরিবর্তন নেই। অ্যাডিলেট টেস্টে দারুণ বল করেছেন স্কট বোল্যান্ডও। দুই ইনিংসে শিকার করেছেন ৫ উইকেট। তবে হ্যাজলউড ফেরায় তাকে বাদ দিতেই হতো। কামিন্স বলেন, ‘এটা কষ্টকর, সে (বোল্যান্ড) অ্যাডিলেডে দারুণ ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে ১৮ মাস বেঞ্চে ছিল। এবং যখনই সে খেলেছে, দুর্দান্ত করেছে।’
ব্রিসবেনের গ্যাবা অস্ট্রেলিয়ার জন্য দুর্গের মতো। ১৯৮৮ সালের পর ২০২১ সালে এসে ভারতের বিপক্ষে এই মাঠে প্রথম হারে অজিরা। এরপর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানে পরের দুই টেস্ট জেতে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি বছরে আবারও হারে দলটি।
ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: নাথান ম্যাকসুয়েনি, উসমান খাজা, মারনাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।