ডর্টমুন্ডকে হারিয়ে দুইয়ে বার্সা, জুভেন্টাসের কাছে সিটির হার

​ স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১২:২২
শেয়ার :
ডর্টমুন্ডকে হারিয়ে দুইয়ে বার্সা, জুভেন্টাসের কাছে সিটির হার

চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের রানার্স আপ জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। তবে বার্সেলোনার কাছে এবার গ্রুপপর্বে হেরে গেল তারা। দারুণ রোমাঞ্চকর লড়াইয়ে জার্মান দলটিকে ৩-২ গোলে হারিয়েছে কাতালানরা। আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের কাছে হেরে গেছে ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা ম্যানচেস্টার সিটি। তবে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনাল। 

বার্সেলোনাকে জয় এনে দেওয়ার নায়ক ফেরান তোরেস। গোলশূন্য প্রথমার্ধের পর বার্সেলোনাকে ৫২তম মিনিটে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। দানি ওলমোর থ্রু পাস ধরে দারুণ এক গোল দেন তিনি। এই নিয়ে চলমান মৌসুমে বার্সেলোনার হয়ে ২৩ ম্যাচে ১৭ গোল দিলেন তিনি। 

৬ মিনিট পরই ম্যাচে সমতায় ফেরে ডর্টমুন্ড। পেনাল্টি থেকে গোল আদায় করেন গুরাসি। বদলি নেমে চার মিনিটের মাথায়ই গোল আদায় করেন তোরেস। বার্সা গোল দেওয়ার তিন মিনিটের মাথায় আবারও গুরাসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে আবার লিড পায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে বল ধরে ফের্মিন খুঁজে নেন ইয়ামালকে। এই উইঙ্গারের চমৎকার পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন তোরেস। শেষ পর্যন্ত এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। 

এই জয়ের পর চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠল বার্সেলোনা। হারে আসর শুরুর পর টানা পাঁচ জয়ে ৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ১৫। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এদিকে মোনাকের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে গানাররা। আর ১২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ডর্টমুন্ড। 

এদিকে, ব্যর্থতার বৃত্ত থেকে বের হতেই পারছে না পেপ গার্দিওলার সিটি। দুসান ভ্লাহোভিচের পর ওয়েস্টন ম্যাককেনির গোলে ২-০ ব্যবধানে জেতে তুরিনের বুড়িরা। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচের মাত্র একটিতে জিতেছে সিটি। আর চ্যাম্পিয়নস লিগে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে সিটি। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে জুভেন্টাস।