২০২৪ সালে যে ১০ ক্রীড়াবিদকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে
যেকোনো বিষয় অনুসন্ধানে মানুষ সবচেয়ে বেশি নির্ভর করে গুগলের ওপর। বরাবরের মতো শেষ হতে যাওয়া বছরেও নানা বিষয় জানতে সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করেছে মানুষ। মানুষের আগ্রহের অন্যতম বড় একটি ক্ষেত্র খেলাধুলা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্রীড়াক্ষেত্রে কোন ১০ জনকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে।
২০২৪ সালে প্যারিস অলিম্পিকে জেন্ডার বিতর্কে আলোচনায় ছিলেন আলজেরিয়ার নারী বক্সার ইমাইনে খেলিফ। প্যারিস অলিম্পিকের এই স্বর্ণজয়ী তারকাকে নিয়ে কথা হয়েছে টুর্নামেন্ট শেষেও। ক্রীড়াক্ষেত্রে তাকেই সবচেয়ে বেশিবার সার্চ দিয়ে দেখেছে মানুষ।
সম্প্রতি জ্যাক পলের সঙ্গে লড়াই করেছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। খেলিফের পরই ক্রীড়াক্ষেত্রে টাইসনকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ মানুষের। সবচেয়ে বেশি খোঁজা হয়েছেন এমন ক্রীড়াবিদের তালিকায় তিন নম্বরে স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল। সেরা দশে অন্য ফুটবলারদের মধ্যে আছেন ইয়ামালেরই সতীর্থ নিকো উইলিয়ামস ও ব্যালন ডি’অর জয়ী রদ্রি। তালিকায় পরের নামটিই মার্কিন নারী জিমন্যাস্ট সিমোনে বাইলসের।
ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা হয়েছে ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শশাঙ্ক সিংয়ের। হার্দিকের নামটা খুব বেশি অস্বাভাবিক না লাগলেও বিস্ময় হয়ে এসেছে শশাঙ্কের নাম। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলে থাকেন এখনো পর্যন্ত জাতীয় দলের রাডারে না থাকা শশাঙ্ক।
২০২৪ সালে যাদের বেশি খোঁজা হয়েছে
*ইমাইনে খেলিফ (বক্সিং)
*মাইক টাইসন (বক্সিং)
*লামিনে ইয়ামাল (ফুটবল)
*সিমোন বাইলস (জিমন্যাস্টিকস)
*জেক পল (বক্সিং)
*নিকো উইলিয়ামস (ফুটবল)
*হার্দিক পান্ডিয়া (ক্রিকেট)
*স্কটি শেফলার (গলফ)
*শশাঙ্ক সিং(ক্রিকেট)
*রদ্রি (ফুটবল)