৮ বলে ৭ ছক্কা, সিলেটে ৫২ বলে জিশানের ঝোড়ো সেঞ্চুরি
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝড় তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটার জাহাঙ্গীর আলমের ছেলে জিশান আলম। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির উদ্বোধনী দিনেই সিলেট বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিংয়ে ৫২ বলেই সেঞ্চুরি করলেন তরুণ এই ক্রিকেটার।
বিধ্বংসী ইনিংস খেলার পতে ৮ বলের মধ্যে ৭টি ছক্কা হাঁকিয়েছেন জিশান। সবচেয়ে বড় ঝড়টা গেছে ঢাকার অফ স্পিনার আরাফাত সানি জুনিয়রের ওপর দিয়ে। এই স্পিনারের প্রথম বলে দুই রান নেওয়ার পর বাকি পাঁচ বলেই ছক্কা মারেন জিশান। পরে একটি বলে সিঙ্গেল খেললেও সুমন খানের মুখোমুখি হয়ে দুই বলেই হাঁকান ছক্কা। অর্থাৎ, ৮ বলের মধ্যে তিনি ৭টি ছক্কা মেরেছেন।
এদিন মাত্র ৫২ বলেই সেঞ্চুরি আদায় করেছেন জিশান। এরপরই বোল্ড হয়ে যান তিনি। ৫৩ বলে ৪ চার ও ১০ ছক্কায় ১০০ রান করে ফিরলেন এই তরুণ। তার এই ঝোড়ো ইনিংসের ওপর ভর করেই ৪ উইকেটে ২০৫ রান তুলেছে সিলেট। ১৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করছেন দলটির অধিনায়ক মাহফুজুর রাব্বী।
সিলেটে জিশানের ইনিংসের শুরুটা ছিল বেশ ধীরগতির। প্রথম ২৭ বলে করেন মাত্র ২৬ রান। অর্ধশতক আদায় করেন ৩৯ বলে। শেষ পঞ্চাশ পূরণ করতে মাত্র ১৩ বল খেললেন তিনি। ক্যারিয়ারে এটি প্রথম সেঞ্চুরি জিশানের। এর আগে দুইটি টি-টোয়েন্টি খেলে জিশানের রান ছিল মোটে ১৫।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। ৪২ বলে পারভেজ হোসেন ইমনের করা সেঞ্চুরিটি এখনো তালিকায় সবার ওপরে। এক ইনিংসে জিশানের ১০ ছক্কার চেয়ে বেশি আছে কেবল তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর (১১টি করে)।