‘কিলার’ মিলারকে ছাপিয়ে পাকিস্তান বধের নায়ক লিন্ডে

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১২:২২
শেয়ার :
‘কিলার’ মিলারকে ছাপিয়ে পাকিস্তান বধের নায়ক লিন্ডে

দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেন মূলত ডেভিড মিলার ও জর্জ লিন্ডে। পাকিস্তানের বিপক্ষে ইনিংসের শুরু ও মাঝের দিকে মিলারের খুনে ব্যাটিং ও শেষ দিকে জর্জ লিন্ডের ঝড়ে বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। পরে বল হাতেও তোপ দাগলেন লিন্ডে। তাতে পাকিস্তান বধ করে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা। 

গতকাল মঙ্গলবার রাত দশটায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ১৮৩ রান। ৮টি ছক্কা ও ৪টি চারে ৪০ বলে ৮২ রানের ইনিংস খেলেন মিলার। ২৪ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৮ রান করেন লিন্ডে। জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ানের লড়াইতেও ৮ উইকেটে ১৭২ করে থামে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। 

ডারবানের কিংসমিডে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া দক্ষিণ আফ্রিকা প্রথম চার ওভারের মধ্যে ২৮ রানে ওপরের তিন ব্যাটারকে হারায়। দুই অঙ্কের রান স্পর্শ করার আগেই ফেরেন রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন ও ম্যাথু ব্রিটস্কি। চতুর্থ উইকেটে অধিনায়ক হেনরিখ ক্লাসেনকে নিয়ে ৪৩ রান যোগ করেন মিলার। মাত্র ১২ রান করে আউট হন ক্লাসেন। এরপর দেখা যায় মিলারের একক শো। 

২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা মিলার এক পর্যায়ে জাগান শতকের সম্ভাবনাও। তবে তার ঝড় থামান শাহিন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা ১৮৩ পর্যন্ত যেতে পারে লিন্ডের কার্যকরী ইনিংসে। 

রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে এক রিজওয়ান ছাড়া বড় রান করতে পারেননি কেউই। ৩১ রান করে সাইম আইয়ুব কিছুটা সাহায্য করেছেন। শুরুর দিকে ধীরগতির ব্যাটিং করেন রিজওয়ান। তবে শেষের দিকে ব্যাট চালানো শুরু করেন তিনি। ৬ উইকেট হাতে রেখে পাকিস্তানের দরকার যখন ১৮ বলে ৩৬ রান, অষ্টাদশ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন লিন্ডা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ২১ রানে তার শিকার ৪ উইকেট। তাতেই ম্যাচ হারে পাকিস্তান। 

তিন বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দিয়েই ম্যাচসেরা হন তিনি। আর ২০২১ সালের এপ্রিলের পর প্রথমবার এই সংস্করণে পাকিস্তানকে হারাতে পারল দক্ষিণ আফ্রিকা। মাঝে তিন ম্যাচের সবকটি জিতেছিল পাকিস্তান।