মোহামেডানের হারের দিনে আবাহনীর বড় জয়

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২
শেয়ার :
মোহামেডানের হারের দিনে আবাহনীর বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শক্তিশালী বসুন্ধরা কিংসকে ১০ জন নিয়ে হারিয়ে দিলেও ফেডারেশন কাপে এসে হোঁচট খেয়েছে মোহামেডান। ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে ১-০ গোলে হেরেছে সাদা-কালোরা। অন্যদিকে, চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী। 

আজ মঙ্গলবার ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ছন্নছাড়া পারফরম্যান্স দেখিয়েছে মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় এদিন খেলেননি মোহামেডান অধিনায়ক সোলেমান দিয়াবাতে। আক্রমণে তাই কোনো সুযোগই তৈরি করতে পারেনি সাদা-কালোরা। ম্যাচের ৮২তম মিনিটে গোল খায় মোহামেডান। দলটির ডিফেন্ডারদের দায়ে কোনাকুনি শট দেন রহমতগঞ্জের রাজন হালদার। তাতে বোকা বনে যান মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান। 

এদিকে, দিনের অন্য ম্যাচে আবাহনীর হয়ে প্রথম গোল দেন সুমন রেজা। কামরুল ইসলামের ক্রস থেকে দেওয়া সেই গোল নিয়ে অবশ্য কিছুটা বিতর্কও আছে। ৭৬ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল দেন মোহাম্মদ ইব্রাহিম। আর ইয়াসিন খানের গোলে বড় ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে ঢাকার আবাহনী।