মেয়ে বিয়ে দেওয়ার আগে শাহিনকে নিয়ে তদন্তে নেমেছিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭
শেয়ার :
মেয়ে বিয়ে দেওয়ার আগে শাহিনকে নিয়ে তদন্তে নেমেছিলেন আফ্রিদি

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির দ্বিতীয় কন্যাকে বিয়ে করেছেন বর্তমান ক্রিকেটার শাহিন আফ্রিদি। বিয়ের অনেকদিন পরে এসে শহীদ আফ্রিদি জানালেন, মেয়ে বিয়ে দেওয়ার আগে শাহিনের ব্যাপারে খুটিনাটি জানতে তদন্তে নেমেছিলেন তিনি। 

উর্দূতে প্রচারিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আফ্রিদি বলেন, ‘কোনো বাবাই মেয়ের বিয়ে যথেষ্ট দেখাশুনার আগে দেন না। শাহিনের বেড়ে ওঠা বা তরুণ সময়টা ভালো ছিল। তবে আমার পরিবার করাচিতে স্থায়ী হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগ কমে যায়। শাহিনের কোচরা সবসময় ওর প্রশংসাই করতো।’

শাহিনের সম্পর্কে তদন্ত করতে নেমে কী জানতে চেয়েছিলেন এমন প্রশ্নে সাবেক এই তারকা অলরাউন্ডার বলেন, ‘একটি সফল সম্পর্কের জন্য সামঞ্জস্য নিশ্চিত করা অপরিহার্য। তাছাড়া উভয়কেই একটি ভালো ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অবদান রাখতে হবে।’

বয়স ৪৭ হলেও আফ্রিদিকে দেখতে এখনো যুবক বয়সেরই মনে হয়। তাই এখনই নানা উপাধি নিতে চান না বলে কৌতুক করে জানিয়েছেন এই সাবেক অলরাউন্ডার, ‘সম্ভবত আমার ছোট মেয়ে বিয়ে করার পরে এবং তার সন্তানের জন্মের পরে আমি এটি বিবেচনা করব।’

শহীদ আফ্রিদি পাঁচ কন্যার বাবা। শাহিনের স্ত্রী আনশা তার দ্বিতীয় সন্তান। ২০২৩ সালে গাঁটছাড়া বাঁধেন এই দুজন। বছরের ফেব্রুয়ারি মাসে করাচির একটি স্থানীয় মসজিদে বিয়ের কাজ সম্পন্ন হয় এবং একই বছরের সেপ্টেম্বরে তাদের বিবাহের অনুষ্ঠান উদযাপন হয়। শাহিন এবং আনশা ২০২৪ সালের আগস্টে তাদের প্রথম পুত্র আলিয়ারকে স্বাগত জানান। আফ্রিদির বড় মেয়ে আকসাও বিবাহিত।