সিরাজকে শাস্তি দেওয়ায় খেপেছেন হরভজন

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯
শেয়ার :
সিরাজকে শাস্তি দেওয়ায় খেপেছেন হরভজন

অ্যাডিলেডে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে দশ উইকেটে হেরেছে ভারত। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে বেশি আলোচনা ট্রাভিস হেডকে আউট করার পর মোহাম্মদ সিরাজের উদযাপন ও পরে দুজনের উত্তপ্ত বাক্য-বিনিময় নিয়ে। সেই কারণে দুজনেই পেয়েছেন আইসিসির শাস্তি। বিষয়টিতে নাখোশ ভারতেরই সাবেক ক্রিকেটার হরভজন সিং। 

আচরণবিধি ভঙ্গ করায় ভারতের মোহাম্মদ সিরাজকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের দায়ে দোষী প্রমাণিত হয়েছেন সিরাজ। যেখানে লেখা আছে, আউট হওয়ার পর ব্যাটারের প্রতি এমন কোনো অঙ্গভঙ্গি, আচরণ বা ভাষা ব্যবহার করা যাবে না, যা আগ্রাসী প্রতিক্রিয়ায় প্ররোচিত করে। অন্যদিকে হেড ভেঙেছেন আইসিসির আচরণবিধির ২.১৩ ধারা। যেখানে লেখা আছে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন খেলোয়াড়, আম্পায়ার বা ম্যাচ রেফারির সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।

আইসিসি খেলোয়াড়দের ওপর একটু বেশিই কঠোর বলে মনে করেন হরভজন, ‘আচ্ছা, আমার মনে হয় আইসিসি খেলোয়াড়দের বিষয়ে একটু বেশিই কঠোর। মাঠে এমন ঘটনা ঘটে। অবশ্যই, যা ঘটেছে সেটা ভুলে যাওয়া উচিত এবং সামনের দিকে তাকানো উচিত। খেলোয়াড়রা বিষয়টি মীমাংসা করে নিয়েছেন এবং একে অন্যের সঙ্গে কথা বলেছেন।’

ভারতের সাবেক এই স্পিনার আরও বলেন, ‘যাই হোক, আইসিসি নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের মতোই কাজ করেছে। সেগুলো পাশে রেখে সামনে এগিয়ে যাই এবং সেটা অবশ্যই ব্রিসবেনে। এসব বিতর্ক বাদ দিয়ে আসুন ক্রিকেটে মনোযোগ রাখি। যথেষ্ট হয়েছে।’

অ্যাডিলেডে প্রথম ইনিংসে ট্রাভিস হেডের ১৪০ রানই অস্ট্রেলিয়ার জন্য বড় জয়ের ভিত গড়ে দেয়। ১৭ চার ও ৪ ছক্কা মারা বাঁ-হাতি এই ব্যাটার শেষ পর্যন্ত থামেন সিরাজের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে। হেডকে আউট করেই আক্রমণাত্মক মেজাজ নিয়ে তাকে মাঠ ছাড়তে বলেন সিরাজ। চোখ দুটি বড় করে রেগে লাল হয়েছিলেন তিনি।