লংকান টি-টেন লিগে রনি তালুকদার

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৯
শেয়ার :
লংকান টি-টেন লিগে রনি তালুকদার

আবুধাবি ও জিম্বাবুয়ের পর শ্রীলংকাতেও বসতে যাচ্ছে টি-টেন ক্রিকেটের আসর। আর এই লিগেই সাকিব আল হাসান ও সৌম্য সরকারের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন রনি তালুকদার।

আজ সোমবার এই আসরে নিজের খেলার কথা নিশ্চিত করেছেন ওপেনার রনি তালুকদার। ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে কলম্বো জাগুয়ার্সের জার্সিতে দেখা যাবে।

এর আগে ড্রাফটের আগেই প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল গল মারভেলস। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ড্রাফট থেকে দল পেয়েছিলেন সৌম্য সরকার। তিনি খেলবেন হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে।

আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ১০ ওভারের এই লংকান টুর্নামেন্টের এবারের আসর, যা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।