১৫ বছর অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে
আবদুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবেÑ জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা গত ৫ আগস্টে দিয়েছে। গতকাল বিকালে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটরিয়াম আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে, নরসিংদীর ছাত্র-শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙে তার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতো কারাগার ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
কলেজের অধ্যক্ষ মো. আমির হোসাইন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাক্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, কলেজের প্রভাসক শহিদুল হক সুমন প্রমুখ।