শিরোপা জিতে যা বললেন অধিনায়ক তামিম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানের হারিয়েছে বাংলাদেশ। টাইগার যুবারা এ নিয়ে আসরটিতে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল।
শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুইশ রানও করতে পারেনি। যেখানে নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ১৯৮ রানে। জবাবে বাংলাদেশি বোলারদের তাণ্ডবে ৩৫.২ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারতীয় যুবারা।
ম্যাচ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেছেন, ‘খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি।’
তিনি আরও বলেন, ‘অল্প রানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম, আমার বোলাররা কী করতে পারে।’
এদিকে ভারতের ব্যাটাররা বিপক্ষে পরিকল্পনা আসলে কী ছিল বাংলাদেশের অধিনায়কের—এমন প্রশ্নের উত্তরে আজিজুল হাকিম বলেছেন, ‘ভারতের ব্যাটাররা অফসাইডে একটু লড়াই করছিল। বিশেষ করে চতুর্থ বা পঞ্চম স্টাম্প বরাবর বলে। পরিকল্পনা ছিল, অফসাইডে বোলিং করে তাদের ঝামেলায় ফেলা।’
দেশের মানুষের উদ্দেশে, বিশেষ করে দুবাইয়ে মাঠে গিয়ে যারা দলকে সমর্থন করেছেন; তাদের উদ্দেশে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ।’